প্রেমিকের শরীরের গন্ধেই স্ট্রেস কমবে প্রেমিকার, বলছে গবেষণা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:৩৯

অজান্তেই নারীরা তাদের প্রেমিকের শরীরের গন্ধ নিতে পছন্দ করেন। অনেকে তো প্রেমিকের পরা কাপড় নিজ সংগ্রহে রাখেন ও সেটির গন্ধ উপভোগ করেন।


বিষয়টি অদ্ভুত হলেও কিন্তু এই অভ্যাসের উপকারিতা আছে। জানলে অবাক হবেন, সঙ্গীর শরীরের গন্ধ অ্যান্টি-স্ট্রেসের কাজ করে। মানসিক চাপ কমাতে প্রেমিকের শরীরের গন্ধ বেশ কার্যকর, এমনটিই জানাচ্ছে এক গবেষণা।


জার্নাল অব পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলোজি’তে প্রকাশিত এক গবেষণায় এমনটিই জানিয়েছেন গবেষকরা। গবেষণা অনুসারে, প্রেমিকের শরীরের গন্ধ স্ট্রেস কমাতে সাহায্য করে।


গবেষণায় ৯৬ জন নারী অংশগ্রহণ করেন, যারা পুরুষের ব্যবহৃত শার্টের গন্ধ নেন। ওই শার্টগুলোতে ডিওডোরেন্ট, পারফিউম বা গন্ধযুক্ত অন্য কোনো পণ্য ব্যবহার না করে ২৪ ঘণ্টার জন্য পুরুষদেরকে পরতে বলা হয়েছিল।


শরীরের গন্ধ ছাড়া শার্টে যাতে অন্য কোনো গন্ধ না লাগে এজন্য তাদেরকে এমন কিছু না খেতে কিংবা ধূমপান না করতে নিষেধ করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও