কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবার পতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:৩৯

চার দিন উত্থানের পর আবারও দরপতনের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসের মতোই দ্বিতীয় কর্মদিবসে সোমবার (৩০ জানুয়ারি) শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।


এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩৭ পয়েন্ট।



সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উত্থানের পর রোববার ও সোমবার টানা দুই কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো।


ডিএসইর তথ্য মতে, দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন হয়। এ দিন বাজারে ৩৩৭টি প্রতিষ্ঠানের ৭ কোটি ২৬ লাখ ৩০ হাজার ৫৩৭টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের কর্মদিবসে রোববার লেনদেন হয়েছিল ৪৮৯ কোটি ১৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও