বুমরার চেয়ে শাহিনকে এগিয়ে রাখছেন রাজ্জাক

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:৩২

চোটে পড়ে প্রায় সময়ই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকেন জসপ্রিত বুমরা ও শাহিন শাহ আফ্রিদি। বৈশ্বিক টুর্নামেন্টগুলোও মিস করেন এই দুই পেসার। এই দুই পেসারের মধ্যে শাহিনকে এগিয়ে রেখেছেন আব্দুল রাজ্জাক। 


বুমরা, শাহিনের কেউই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২২-এর এশিয়া কাপ খেলতে পারেননি। বুমরা খেলতে পারেননি অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন শাহিন। ৭ ম্যাচে ৬.১৫ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। শাহিন, বুমরাহর তুলনা করতে গিয়ে স্থানীয় এক সংবাদমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘জসপ্রিত বুমরার চেয়ে শাহিন আফ্রিদি অনেক এগিয়ে। শাহিনের ধারেকাছেও নেই বুমরা।’ 



শাহিন অবশ্য মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে চোটে পড়েছেন। এর পর থেকে ক্রিকেটের বাইরে আছেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও