কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে কারণে চূড়ান্ত হওয়ার পরও অস্কার মনোনয়ন পর্যালোচনা করবে একাডেমি

প্রথম আলো প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪

কয়েক দিন আগে ঘোষণা করা হয়েছিল ৯৫তম অস্কারে মনোনীতদের চূড়ান্ত তালিকা। এই মনোনয়ন নিয়ে প্রশ্ন ওঠায় প্রার্থীদের মনোনয়ন পর্যালোচনা করবে একাডেমি। অনেক নির্মাতা বলছেন, অস্কারের মনোনয়নে নিয়ম ভঙ্গ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার একাডেমি এই পর্যালোচনার কথা জানায়।


একটি বিবৃতিতে একাডেমি বলে, ‘একাডেমি পুরস্কার প্রতিযোগিতা সুষ্ঠু ও সঠিক প্রক্রিয়ায় পরিচালনা করা আমাদের লক্ষ্য। এই প্রক্রিয়ায় নৈতিকতা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। চলতি বছর যাঁরা মনোনীত হয়েছেন, তাঁদের প্রচারণার প্রক্রিয়া আমরা পর্যালোচনা করছি। আমরা প্রার্থীদের প্রচারাভিযান সমর্থন করি। প্রচারণার সময় কোনো নিয়ম ভঙ্গ করা হয়েছে কি না বা কোনো ধরনের অবৈধ পন্থা অবলম্বন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের মনোনয়ন ও ভোটদান পদ্ধতির সততার প্রতি আস্থা রয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও