পাকিস্তানে সংকটের মধ্যে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

সমকাল পাকিস্তান প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৬

ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। চলতি সপ্তাহেই দেশটির মুদ্রার ব্যাপক দরপতন হয়। এর মধ্যেই এবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হলো দেশটিতে।গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৫ রুপি বেড়ে ২৪৯ দশমিক ৮০ রুপি ও ডিজেল প্রতি লিটারে ২৬২ দশমিক ৮ রুপি দাম ধার্য করা হলো।


অর্থমন্ত্রীর এ ঘোষণার ১০ মিনিট পরই দেশটির স্থানীয় সময় ১১টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।ইসহাক দার বলেন, আমাদের আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি ও রুপির মূল্য হ্রাসকে বিবেচনায় নিতে হবে, তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃৃপক্ষের সুপারিশের ভিত্তিকে তাৎক্ষণিকভাবে এই দাম বৃদ্ধি করা হচ্ছে। কেননা তারা জানিয়েছে, মূল্যবৃদ্ধির প্রত্যাশায় কৃত্রিম ঘাটতি এবং জ্বালানি মজুত করা হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও