ব্রেইনের ভুল বার্তাই প্যানিক অ্যাটাকের কারণ

বণিক বার্তা প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯

সেদিন শাওনের ঘুম ভাঙল ভোরবেলা। আগে আগে ঘুম ভাঙায় বেশ খুশিই হলেন এ বেসরকারি কর্মজীবী। নিজের মতো খানিকটা সময় পাওয়া যাবে। কিন্তু হুট করেই বদলে গেল সবকিছু। শুয়ে শুয়েই কিছু একটা ভাবছিলেন। সেই ভাবনা পৌঁছে গেল শরীর খারাপের দিকে। নিমেষেই চারপাশের সবকিছু দুলে উঠল, বুকের মধ্যে ধড়ফড় করতে শুরু করল, একপর্যায়ে গিয়ে মনে হলো মৃত্যু এসে গেছে। হাত-পা কাঁপা আর চারপাশ অন্ধকার হয়ে আসা শুরু হলে তিনি পাশে থাকা বন্ধুকে ঘুম থেকে তুললেন। পরে জানা গেল, তিনি আসলে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছিলেন।


এমন ঘটনা শোনা যায় অনেকের মুখে। সমস্যার মূল খুঁজতে তারা যান মেডিসিন বা কার্ডিওলজি বিশেষজ্ঞের কাছে। কিন্তু কোনো রোগ মেলে না। তখন চিকিৎসকরা বুঝতে পারেন, তিনি আসলে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও