বগুড়ার ৪ ইউনিয়নের নিজস্ব ভবন নেই, দোকান-বাড়িতে কার্যক্রম

বাংলা ট্রিবিউন বগুড়া সদর প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:০০

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চার ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনও ভবন নেই। ভাড়া বাসা বা দোকানে অনেক চলছে এসব ইউনিয়নের কার্যক্রম। জনপ্রতিনিধিদের বসার স্থান না থাকায় ইউনিয়নগুলোর এক লাখ ৩৩ হাজার বাসিন্দা প্রয়োজনীয় কাজের জন্য তাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। এতে নাগরিক সেবা বঞ্চিতদের দুর্ভোগ বেড়েই চলেছে। এ প্রসঙ্গে উপজেলা প্রশাসন জানায়, খাস জমি পেলে ভবনগুলো নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।


খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, কর্ণিবাড়ি, বোহাইল ও চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের কোনও নিজস্ব ভবন নেই। ফলে নাগরিকরা স্বাস্থ্য, ডিজিটাল, প্রাণী ও কৃষি সেবাসহ প্রয়োজনীয় কাজ থেকে বঞ্চিত। এসব সেবা পেতে তাদের জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।




 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও