বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় বৃহস্পতিবার যে হামলার ঘটনা ঘটেছে, তা নানা অর্থেই দেশের পরিবেশ আন্দোলনের জন্য 'এসিড টেস্ট'। আপাতদৃষ্টিতে ঘটনাকে 'তুচ্ছ' মনে হতে পারে- গাড়িতে সামান্য 'ঢিল' ছুড়েছে মাত্র।
কিন্তু ঢিল ছুড়ে দুর্বৃত্তরা সম্ভবত দেখতে চাইছে, নিস্তরঙ্গ পুকুরে কতটা ঢেউ ওঠে। এই ঘটনা আমরা কীভাবে নিচ্ছি, তার ওপর আগামী দিনে পরিবেশ আন্দোলনের প্রতি দখলদার ও দুর্বৃত্তদের দৃষ্টিভঙ্গি বহুলাংশে নির্ভর করতে পারে।