সর্বজনীন পেনশন ব্যবস্থায় কী ধরনের সুবিধা মিলবে?
সবাইকে পেনশনের আওতায় আনতে সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস করেছে সরকার। এই বিল পাস হওয়ার ফলে সবার জন্য পেনশন স্কিম চালু করার আইনি ভিত্তি তৈরি হলো। এর মধ্য দিয়ে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিক পেনশন ব্যবস্থার আওতায় আসবেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী— সবার জন্য পেনশন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘সবার জন্য পেনশন ব্যবস্থা’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
যা তিনি আওয়ামীগের নির্বাচনি প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্তও করেন। এরই সুত্র ধরে পরবর্তী সময়ে বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পরিকল্পনা ও নির্দেশনায় অবশেষে গত ২৪ জানুয়ারি জাতীয় সংসদে পাস হয় ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল- ২০২৩’।সূত্র জানায়, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বাস্তবায়নে নতুন আইনে একটি ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষ’ গঠনের বিধান রাখা হয়েছে। একজন নির্বাহী চেয়ারম্যান ও চার জন সদস্য নিয়ে গঠিত হবে এই কর্তৃপক্ষ।