![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/facebook-thumbnails/Magura-BNP-samakal-63d657e68bfbe.jpg)
মাগুরায় বিএনপির ৯১ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মাগুরার শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলা বিএনপির ৯১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদাত।আজ রোববার দুপুরে তারা মাগুরা অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জসিম উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জানান, গত ৫ নভেম্বর মহম্মপদুর ও শ্রীপুর থানায় এবং ৬ নভেম্বর শালিখা থানায় এসব বিএনপি নেতাকর্মীদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় নেতাকর্মীরা এতদিন হাইকোর্টের জামিনে ছিলেন।
জামিন শেষে রোববার দুপুরে শালিখা উপজেলার ৫৯ জন মহম্মপদুর এবং শ্রীপুর জেলার ২৪ জনসহ বিএনপির ১০৭ নেতাকর্মী মাগুরা অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।উপয়পক্ষের শুনানি শেষে অসুস্থতাজনিত কারণে আদালত বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন এবং বাকি ৯১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামি পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, তিনটি মামলাই সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ মিথ্যা মামলা থেকে দলীয় নেতাকর্মীদের জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।