![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/facebook-thumbnails/dembele-samakal-63d5f8f95429f.jpg)
ইনজুরিতে ডেম্বেলে, উড়ন্ত বার্সা শিবিরে ধাক্কা
সমকাল
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ১১:০৯
গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল জাভির বার্সেলোনা।
এরপর লিগ, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে’ মিলিয়ে ১৩ ম্যাচে অপরাজিত কাতালানরা। দলটির উড়ন্ত এই যাত্রার অন্যতম নায়ক ফ্রান্স ফরোয়ার্ড উসমান ডেম্বেলে।