মাঘ মাসে জন্মেছে আপনার সন্তান? এই তালিকাটি দেখতে পারেন, খ্যাতি বাড়বে ভবিষ্যতে!

eisamay.com প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ১০:১৪

যে কোনও মানুষের কাছে নামই তার বিশেষ পরিচয়। বলা হয় নামের প্রভাব ব্যক্তিত্বের উপর পড়ে। এ কারণেই বাবা-মা সন্তানের নামকরণের সময় চিন্তা-ভাবনা করেই নামকরণ করেন। কেউ বর্ণমালা বেছে নেন এবং সেই ভিত্তিতে তাদের নাম রাখেন। আবার কেউ ঈশ্বর, বা মহান কোনও ব্যক্তি বা তাদের আদর্শের নামে তাঁদের বাচ্চার নাম রাখেন।


ক্যালেন্ডার বলছে মাঘ মাস চলছে। মাঘ মানেই বসন্ত, এই সময় নানা রকমের ফুল ফোটে, গাছের কচি পাতা স্বাগত জানায় বসন্ত ঋতুকে। এই সময় আপনার পরবিবারে যদি ছোট্ট অতিথি আসার সুখবর পান তাহলে ঋতু অনুযায়ী তার নামকরণ করতে পারেন। এই প্রতিবেদনে রইল অর্থ-সহ কিছু নামের তালিকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও