![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252F15b8a96d-3d6c-4f07-9e33-4cd7be5881de%252FUntitled_5.jpg%3Frect%3D71%252C0%252C594%252C312%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
সপ্তাহের শুরুতেই জেনে নিই অর্থনীতি কেমন করছে
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:০৫
বিদায়ী বছরের শেষের দিকে বলা হয়েছিল ২০২৩ সাল হবে বিশ্ব অর্থনীতির জন্য আরও খারাপ বছর। তবে এখন বলা হচ্ছে, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে।
যদিও অর্থনীতির সংকোচন ঠিকই থাকবে। এ অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে। তাহলে আসুন দেখে নিই, চলতি সপ্তাহে বাংলাদেশের অর্থনীতি কী অবস্থায় আছে। আর দেখাটা হোক সংখ্যায় সংখ্যায়।