আদানির সাম্রাজ্যে ধস নামানো হিন্ডেনবার্গের পেছনে কে?
ভারতের প্রভাবশালী এবং সর্ববৃহৎ কোম্পানি আদানি গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ।
প্রতিষ্ঠানটি জানায়, শেয়ার বাজারে ‘কারচুপি’ এবং প্রতারণা করেছে আদানি গ্রুপ। এ প্রতিবেদন প্রকাশের পর আদানি গ্রুপের শেয়ারের বড় দরপতন হতে থাকে। এই অব্যাহত দরপতনে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির মোট সম্পত্তি অস্বাভাবিক কমে গেছে। তিনি মাত্র তিন দিনের ব্যবধানে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী থেকে সপ্তমস্থানে নেমে গেছেন।
হিন্ডেনবার্গ, আদানির সম্পত্তিতে ধস নামানোর পেছনে কে?
কর্পোরেট বিশ্বে হিন্ডেনবার্গ একটি পরিচিত নাম। এটি কর্পোরেট কোম্পানির অসঙ্গতি এবং অন্যায়গুলো সামনে আনে এবং ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কাজ করে।
২০১৭ সালে হিন্ডেনবার্গ প্রতিষ্ঠা করেন নাথান অ্যান্ডারসন। এটি একটি ফরেনসিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান। যেটি সম্পত্তির মালিকানা, আর্থিক চুক্তি এবং আমানত বিশ্লেষণ করে থাকে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শীর্ষ ধনী
- ব্যবসায় ধস
- গৌতম আদানি