You have reached your daily news limit

Please log in to continue


বাবার লাশ দাফনের সাড়ে আট ঘণ্টা পর জন্ম নিলো মেয়ে

দেখা হলো না বাবা-মেয়ের। বাবার দাফনের পরপর জন্ম নিলো মেয়ে। কক্সবাজারের চকরিয়ায় বাবার লাশ দাফনের সাড়ে আট ঘণ্টা পর জন্ম নিয়েছে মেয়ে। 

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মনির বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। 

শুক্রবার সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের ম্যাক্স হাসপাতালে শাহজাহান মনিরের স্ত্রী রুশনি জান্নাত মেয়ের জন্ম দেন।

শাহজাহান মনিরের কয়েক মাস আগে লিভার ক্যান্সার ধরা পড়ে। ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসক তাঁকে কেমোথেরাপির পরামর্শ দেন। দেশে ফিরে চট্টগ্রামে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। অবস্থার অবনতি হলে আবার হায়দরাবাদে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার দেশে ফেরেন।

শাহজাহানের সঙ্গে রুশনি জান্নাতের বিয়ে হয় ২০১৯ সালের ২৭ জানুয়ারি। রুশনি জান্নাত জানান, তাঁদের আড়াই বছর বয়সী আরেকটি মেয়েশিশু আছে। দুই মেয়েকে নিয়ে কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। কারণ তাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম শাহজাহান মনির। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন