কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘পান খেলেই’ মাথা দিয়ে ধোঁয়া ওঠে তাঁর

www.ajkerpatrika.com বাগাতিপাড়া প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:২২

শীতে মুখ দিয়ে ধোঁয়া বের হয়- তা সবাই জানেন। কিন্তু কখনও কারও মাথা থেকে ধোঁয়া ওঠতে দেখেছেন কি? মুখ হা করে দেওয়ার মতো এমন এক দৃশ্য দেখা গেল নাটোরের বাগাতিপাড়ায়। সেখানকার এক বাজারে দাঁড়িয়ে এক লোক পান চিবুচ্ছেন, আর তাঁর টাক মাথার খুলি ভেদ করে ওঠছে ধোঁয়া- বিস্ময়কর এই দৃশ্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে উঠেছে শোরগোল। 


এই ব্যক্তির নাম গোলাম রব্বানী (৪৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চক গাজীপুর গ্রামের বাসিন্দা। তাঁর মাথা থেকে ধোঁয়া ওঠার দৃশ্য অবাক করেছে স্থানীয়দের; ঘটনাটি সাড়া ফেলেছে পুরো এলাকায়। প্রতি সন্ধ্যায় ওই ব্যক্তিকে দেখতে ভিড় করছে মানুষ।


গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার যোগীপাড়া বাজারে সরেজমিনে দেখা যায়, বাজারে কৌতূহলী মানুষ গোলাম রব্বানীকে দেখেই পান খাওয়াচ্ছেন এবং মাথা থেকে ওঠা ধোঁয়া দেখে মজা করছেন।


গোলাম রব্বানী জানান, তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। অনেক আগে থেকেই কাঁচা সুপারি দিয়ে খিলি পান খান। ওই পান খাওয়ার সময় তিনি প্রচণ্ড শীতেও ঘেমে যান। কিন্তু গত সাত বছর থেকে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়াও উঠতে শুরু করে। আবার পান খাওয়া শেষ হলে ধোঁয়া ওঠাও বন্ধ হয়ে যায়। শীতকালে ঘটনাটি বেশি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে