প্রথম দফার ৪৮ আসনে প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির
সব জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো ক্ষমতাসীন দল বিজেপি।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে দলের দিল্লির সর্বভারতীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সর্বভারতীয় মুখপাত্র ডা সম্বিত পাত্র।
তিনি এদিন ৬০টি আসনের মধ্যে ৪৮টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। বাকি ১২টি আসনে প্রার্থীদের নাম খুব দ্রুত ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এ প্রার্থীদের মধ্যে ১৯জন নতুন মুখ।
প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, দলের রাজ্য সভাপতি জেপি নাড্ডার পুরোহিতদের দলের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়। এ বৈঠকের সিদ্ধান্ত অনুসারে প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দলীয় রিপোর্ট কার্ডের ভিত্তিতে জাতীয়স্তরের নেতারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাই প্রদেশ নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না। যে আসনগুলোতে এখনো প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি ওইসব আসনে নাম খুব দ্রুত বলা হবে বলেও জানান তিনি।