মাঝ আকাশে হঠাৎ দেখা সর্পিল আলোটি কী
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:৩৬
তারায় ভরা ঝকঝকে আকাশ। হঠাৎ সেখানে দেখা গেল সর্পিল আকারের একটি আলো। মাঝ আকাশে ধীরগতিতে ভেসে চলেছে আলোটি। সেটা ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত মাউনা কিয়া মানমন্দিরের একটি ক্যামেরায়।
এই ভিডিও প্রকাশের পর শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, আকাশে দেখা পাওয়া রহস্যময় এ আলো আসলে কিসের? এটা কি কোনো গ্যালাক্সি, নাকি অন্য কিছু?
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারি। হাওয়াইয়ের মানমন্দির পরিচালিত সুবারু-আশারি ক্যামেরায় রহস্যময় এ আলো ধরা পড়ে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ক্যামেরার স্ক্রিনের বাঁ কোনায় ছোট একটি বিন্দুর মতো আলো জ্বলে ওঠে। পরে সেটি কিছুটা বড় হয়ে সর্পিল আকার নেয়, ভেসে চলে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রহস্যময় ঘটনা