ইউক্রেইন যেভাবে পরিণত হয়েছে পশ্চিমা অস্ত্রের পরীক্ষাগারে
প্রায় এক বছর ধরে চলা যুদ্ধে একের পর এক পাল্টা আক্রমণে রুশ বাহিনীর দখল থেকে বড় এলাকা ফিরে পেয়েছে ইউক্রেইন; আমেরিকান কামান আর রকেট দিয়ে ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে দেশটি।
নিজস্ব আক্রমণ পদ্ধতিতে ভিনদেশি এসব কামান পরিচালনা যুদ্ধক্ষেত্রেই শিখেছে ইউক্রেইন। স্থানীয়ভাবে তাদের তৈরি কিছু সফটওয়্যার সহজেই ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনগুলোকে পরিণত করছে লক্ষ্যবস্তূতে নিশানা করার কার্যকর যন্ত্রে, যা ইউক্রেইনের সামরিকবাহিনীতে ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে।
সবশেষ খবর হল ইউক্রেনকে ১৪টি লেপার্ড ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ৩১টি আব্রামস ট্যাংক দেবে ইউক্রেনকে।