You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে ছাত্রলীগ নেতাদের বেতন-ভাতা দেওয়া দরকার

শুরুটা করি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। সময়টা তখন ২০০৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ি। প্রথম বর্ষের পুরো সময়টা সাভারে মামার বাসায় থেকে হেমন্ত বাসে আসা-যাওয়া করে কাটিয়ে দিয়েছি।

কিন্তু পরীক্ষা সামনে, হলে না উঠলে আর চলছে না। কয়েক দিন হাউস টিউটর আর হল প্রাধ্যক্ষের কাছে বৃথা ঘোরাফেরা চলল। শেষে সহপাঠীরা যাঁরা হলে থাকেন, তাঁদের শরণাপন্ন হলাম। তাঁরা রাজনৈতিক বড় ভাইয়ের মাধ্যমে হলে উঠেছেন। তাঁদের পরামর্শ মেনে দূরসম্পর্কের এক রাজনৈতিক মামার কাছে দরবারে গিয়ে হাজির হলাম। তাঁর কল্যাণে হলে থাকার একটা ব্যবস্থা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন