দুই শতাধিক মামলা প্রত্যাহারের দাবি হেফাজতের: কী করছে পুলিশ?
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সঙ্গে একটি সমঝোতা চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিনিময়ে ২০১৩ সালের ৫ মে’র পর থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া দুই শতাধিক মামলা থেকে তাদের অব্যাহতির দাবি করছে সংগঠনটি। ইতোমধ্যে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেছেন হেফাজত নেতারা।
বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গেও। হেফাজতে ইসলাম, পুলিশ ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো হেফাজতের সঙ্গে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও প্রকাশ্যে বিষয়টি নিয়ে কেউ মন্তব্য করতে রাজি নন।গত কিছুদিন থেকেই আলোচনা চলছে, ২০১৩ সালের ৫ মে’র পর থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ২০৩টি মামলা হয়েছে।