প্রেমিকার খোঁজে ডেটিং অ্যাপে আসা, পেলেন অন্য কিছু, জীবন বদলে গেল যুবকের
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ১৩:৫২
প্রেমিকা খুঁজতে অ্যাকাউন্ট খুলেছিলেন ডেটিং অ্যাপে। নাকের বদলে নরুনের মতো, প্রেমের বদলে পেলেন চাকরি। আদনান খান নামে ওই যুবক সম্প্রতি টুইটারের পাতায় ডেটিং অ্যাপের মাধ্যমে চাকরি পাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
বেশ কিছু দিন আগে একটি ডেটিং অ্যাপে নিজের প্রোফাইল বানিয়েছিলেন আদনান। বেশ কয়েক জনের সঙ্গে তাঁর আলাপও গড়ে ওঠে। টুকটাক কথাচালাচালিও হয়। এ ভাবেই আদনানের সঙ্গে এক জনের পরিচয় হয়। ওই তরুণী পেশায় একটি স্টার্ট আপ সংস্থার মানবসম্পদ বিভাগে কর্মরত। কথাবার্তার ফাঁকে তা জানতে পারেন আদনান। তিনি যে চাকরি খুঁজছেন সে কথাও বলেন। আদনান জানান, তিনি ইলেক্ট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর পাশ করেছেন। স্টার্ট আপ সংস্থার এইচআর ওই তরুণী আদনানের কাছে জানতে চান, তিনি কী ধরনের কাজ করতে চান।