শাহরুখ ভক্ত নিরব, মধ্যরাতে দেখলেন ‘পাঠান’!
চ্যানেল আই
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ১১:০৬
শাহরুখ খানের অন্ধভক্ত বাংলাদেশের চিত্রনায়ক নিরব। জন্মদিন বা বিশেষ কিছুতে নিজের ফ্যান পেজ থেকে এই বলিউড সুপারস্টারকে স্মরণ করে থাকেন নিরব। সম্প্রতি তিনি শাহরুখ খানের পাঠান-এর মত হেয়ার স্টাইল করেও নজর কেড়েছেন। প্রিয় তারকার ছবি ‘পাঠান’ মুক্তি পেল বুধবার!
অথচ সুযোগ পেয়ে নিরব দেখবেন না, তা তো হয় না! মুক্তির প্রথমদিন কলকাতাতে খোঁজাখুঁজির পর ব্ল্যাকে কোয়েস্ট মলে টিকেট কেটে মধ্যরাতে পাঠান এর শো দেখেন নিরব। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কলকাতা থেকে নিরব বলেন, এটা জীবনের অন্যতম একটা সেরা ছবি দেখার সৌভাগ্য হলো। প্রথমে ভেবেছি প্রথম দিনে বুঝি শোয়ের টিকিট আর পাবই না। অবশেষে ব্ল্যাকে ২ হাজার ৫০০ রুপি করে টিকিট পাই, তাও রাত সাড়ে ১১টার শো। তবে এই যে কষ্ট, টাকা, কালোবাজারি- সব মুছে গেলো ছবিটি দেখার পর।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর আগে