কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলা একাডেমির মর্যাদা ক্ষুণ্ন করায় মহাপরিচালককে দুষছেন সবাই

বাংলা ট্রিবিউন বাংলা একাডেমি প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ২২:১২

অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রথমবারের মতো সরকারি মনোগ্রাম ব্যবহার, আর্থিক সহযোগিতাদানকারী প্রতিষ্ঠানের লোগো ছাপিয়ে সমালোচনার মুখে পড়েছে বাংলা একাডেমি। প্রশ্ন উঠেছে, এতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধিকার খর্ব হলো কিনা। এরইমধ্যে লেখক-সাহিত্যিকদের পক্ষ থেকে শক্ত বিবৃতি এসেছে। এদিকে বাংলা একাডেমির বর্তমান সভাপতি ও সাবেক মহাপরিচালকরা বলছেন, এ ধরনের কাজ মহাপরিচালকের হাত ধরে ঘটছে, সেটার সব দায় তাকেই নিতে হবে।


ঘটনার শুরু


২৩ জানুয়ারি। বইমেলার আমন্ত্রণপত্র ততক্ষণে প্রস্তুত। সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর বাংলা একাডেমিতে আসেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেখে ‘ক্ষিপ্ত প্রতিক্রিয়া’ ব্যক্ত করেন। আমন্ত্রণপত্রের শেষ পৃষ্ঠায় আয়োজনের জায়গায় বাংলা একাডেমির পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের লোগো সংযুক্ত করে নতুন করে আমন্ত্রণপত্র ছাপার নির্দেশ দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা একাডেমির এক কর্মকর্তা জানান, পরবর্তীতে ২৪ জানুয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী আমন্ত্রণপত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের মনোগ্রাম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করে বাংলা একাডেমিকে আমন্ত্রণপত্র ছাপানোর মৌখিক নির্দেশ দিলে সেভাবেই সংশোধন করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও