![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252Fdda3e123-34e1-464d-a998-39ff01e47746%252FDinajpur_DH1600_20230126_BirampurGhoraghatVillageFiring02_.jpg%3Frect%3D0%252C0%252C4000%252C2250%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
জোড়া খুনের পরের দিন দিনাজপুরের গ্রামে আগুনে পুড়ল ২৮ বাড়ি
জোড়া খুনের পরের দিন একটি গ্রামের প্রায় ২৮টি বাড়ি আগুনে পুড়ল। নিহত ব্যক্তিদের পক্ষের লোকজন হামলা চালিয়ে এসব বাড়িঘরে আগুন দেন ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথম আলোর এই সংবাদদাতা বিকেলে গ্রাম ঘুরে ২৮টি বাড়ি আগুনে পোড়ার নমুনা পেয়েছেন। ২৫টি খড়ের গাদাতেও আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি। কিছু বাড়িতে লুটপাট করা হয়েছে। গরু-ছাগল, টাকাপয়সা ও গয়নাগাটি লুটে নেওয়ার অভিযোগ করেছেন অনেকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস দিনাজপুরের সহকারী পরিচালক মঞ্জিল হক জানিয়েছেন।