![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-01%2F29c6cc1b-e202-413e-b33c-44aad2d77d0f%2Fship_sinks_japan_coast_260123.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
জাপান উপকূলে কার্গো জাহাজডুবিতে ৮ মৃত্যু
জাপানের জলসীমায় কার্গো জাহাজডুবির ঘটনায় একাধিক চীনা নাগরিকসহ ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চীনের এক কর্মকর্তা।
মঙ্গলবার সন্ধ্যায় জিন তিয়ান নামের কার্গো জাহাজটি ডুবে যাওয়ার পর থেকেই ক্রুদের সন্ধানে নেমে পড়ে উদ্ধারকর্মীরা।
জাপান কোস্ট গার্ড ও সামরিক বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের একাধিক নৌযান ও উড়োজাহাজের পাশাপাশি একাধিক বেসরকারি জাহাজও অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে বিবিসি।