![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/01/26/bbs-cables.jpg)
উৎপাদন খরচ বৃদ্ধি ও অর্ডার কমায় দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ধস বিবিএস কেবলসের
www.tbsnews.net
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:১৪
টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় মান বাড়ায়– দেশের দ্বিতীয় বৃহত্তম কেবল প্রস্তুতকারক বিবিএস কেবলসের চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর) মুনাফা কমেছে।
কোম্পানিটি জানিয়েছে, এসময়ে পণ্যের দাম বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রা, বিশেষত ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের মুনাফা কম হয়। এছাড়া, সরকারি দরপত্র বা প্রকল্পও কমে।
অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি আয় করেছে ১৬৩ কোটি ৮৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৫৫ কোটি ৪৩ লাখ টাকা।