You have reached your daily news limit

Please log in to continue


অতঃপর মায়ের পরিচয়ের জয় হলো

অবশেষে হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছেন ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে। দিনটি খুব তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্তরে শিক্ষার্থীর তথ্য-সংক্রান্ত ফরম (এসআইএফ) সংশোধনের মাধ্যমে 'বাবা' অথবা 'মা' অথবা 'আইনগত অভিভাবকের' নাম যুক্ত করতে পারবে। ফলে অভিভাবকের ঘরে বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবক—এই তিন বিকল্পের যেকোনো একটি উল্লেখ করেই শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। অর্থাৎ বাধ্যতামূলকভাবে বাবার নাম দেয়ার বিষয়টি আর থাকল না। 

অভিনন্দন ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট), মহিলা পরিষদ এবং নারীপক্ষকে রিট মামলা করার জন্য। এবং অভিনন্দন রিটকারীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট আইনুন্নাহার লিপি ও অ্যাডভোকেট আয়েশা আক্তারকে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্তকেও ধন্যবাদ, যিনি মামলায় হেরে গিয়েও খুশি হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন