নাগরিকের অধিকার চেতনা
রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতা আঁকড়ে ধরবে, নিজেরা বিলাসবহুল জীবনযাপন করবে এবং একটা পর্যায়ে তাদের ক্ষমতা থাকবে না। কিন্তু অন্য দলটি এসে তেমন কোনো পরিবর্তনের পথ দেখাবে না। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় যাওয়ার জন্যই শুধু সংগ্রাম করে।
রাষ্ট্রের উত্থানের পেছনে একসময় পেশিশক্তির প্রভাব ছিল। কখনো সেনাপতিরা রাষ্ট্র অধিকার করত। কিন্তু কালক্রমে দার্শনিকেরা রাষ্ট্রে রাজার বিপরীতে প্রজার ভূমিকাকে মুখ্য করার চেষ্টা করেন। ইতিহাসের একটা পর্যায়ে রাষ্ট্রে কল্যাণ চিন্তা আসে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে চিন্তা করা হয়। কিন্তু এর মধ্যে পুঁজিবাদ একটা শক্তি হিসেবে আবির্ভূত হয়। সেনাবাহিনীর পেশিশক্তি আর পুঁজিবাদের অর্থ—এই দুটো মিলে একটা রাষ্ট্রব্যবস্থার উত্থান ঘটে। কালক্রমে পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠা হতে আমরা দেখেছি। কিন্তু পুঁজির শক্তির কাছে তা টেকেনি।
- ট্যাগ:
- মতামত
- চেতনা
- নাগরিক অধিকার
- নাগরিকের চলাফেরা