বন্ধুত্বের পঞ্চাশ বছর পেরিয়ে

যুগান্তর পিডিশন প্রধান প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৬

আজ অস্ট্রেলিয়ার জাতীয় দিবস। ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ণ করেছে অস্ট্রেলিয়া।


দক্ষিণ গোলার্ধে অবস্থিত বিশাল ও বৈচিত্র্যপূর্ণ এ দেশের সঙ্গে একত্রে পথচলার ইতিহাস এবং বর্তমান অবস্থা চলমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।


বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সমর্থনদানকারী এবং প্রথম স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়া। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী আমাদের বিদেশি বন্ধুদের মধ্যে একমাত্র ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত অস্ট্রেলিয়ান নাগরিক উইলিয়াম ওভারল্যান্ড।


তিনি সেসময় ঢাকায় বাটা শু কোম্পানিতে কর্মরত থাকাবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার প্রতি সম্মান জানিয়ে রাজধানী ঢাকার একটি সড়কের নামকরণও করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও