![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2023/01/PR_realme_240WType-C_Image-750x430.jpg)
আসছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি
বিগত কয়েক বছরে ফোনের চার্জিং প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হয়েছে। আগে স্মার্টফোন চার্জ করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে গেলেও এখন কয়েক মিনিটে স্মার্টফোন সম্পূর্ণ চার্জ করা সম্ভব।
এরই ধারাবাহিকতায় চার্জিং প্রযুক্তিতে ভিন্ন মাত্রা যোগ করতে খুব শিগগিরই বিশ্বব্যাপী রিয়েলমি উন্মোচন করছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জার।
সম্প্রতি জানানো হয়েছে, ২০২৩ সালে প্রতিষ্ঠানটির যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো উন্মোচিত হবে সে সব ডিভাইসগুলোতে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। এ ডিভাইসগুলো ইউএসবি টাইপ সি পোর্ট দিয়ে খুব সহজেই চার্জ দেয়া যাবে; যা খুব অল্প সময়ের মধ্যে শতভাগ চার্জের বিষয়টিকে নিশ্চিত করবে।
২৪০ ওয়াট ফাস্ট চার্জিং দিয়ে ফ্ল্যাগশিপ ফোনগুলোর পাওয়ার কনভারশেন রেট (একটি ইলেকট্রিক সরঞ্জাম থেকে অন্যটিতে শক্তি রূপান্তরের হার) হবে ৯৮.৭ শতাংশ।
প্রতিষ্ঠানটি বলছে, ২৪০ ওয়াটের উন্নত চার্জিং প্রযুক্তি ৮৫ ডিগ্রি উচ্চতাপমাত্রা সহ ৮৫ শতাংশ আর্দ্রতায় ফোন চার্জের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স প্রদান করবে।
বিশ্বব্যাপী ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রিয়েলমিই প্রথমবারের মতো উন্মোচন করছে; যা স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চার্জিং প্রযুক্তি
- রিয়েলমি