প্রধানমন্ত্রীর সভায় যাতায়াতের টাকা তোলা নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ
রাজশাহীতে ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। পুঠিয়া উপজেলা থেকে এ জনসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের যাতায়াতের জন্য টাকা তোলা নিয়ে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে দুই পক্ষের চারজনকে আটক করেছে। আহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৫)। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের বাসিন্দা।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারি আজ বিকেল সোয়া পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জনসভা
- দুই পক্ষের সংঘর্ষ
- জনসভাস্থল