![](https://media.priyo.com/img/500x/https://www.rtvonline.com/image-contents/600x315x0x1/news-photos/2023/01/25/aW1hZ2UtMjA4OTcxLTE2NzQ2NTAzOTguanBn.jpg?v=1.0.5)
ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
ফিলিপাইনে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
বুধবার (২৫ জানুয়ারি) দেশটির বাতান প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়।
দেশটির বিমান বাহিনী জানিয়েছি, বুধবার সকালের দিকে উড্ডয়নের ৪০ মিনিট পর রাজধানী ম্যানিলার পশ্চিমের বাতান প্রদেশের ধানখেতে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।