 
                    
                    আ.লীগ জনগণের ভোটে নির্বাচিত হবে না : নিতাই রায়
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো দিন গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কোনো দিনও গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হবে না।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে খুলনা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                