You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে 'মমি' শব্দটি আর ব্যবহার করতে চাইছে না জাদুঘরগুলো

মমি শব্দটি এসেছে আরবি 'মামিয়াহ' থেকে। যার অর্থ টার (আলকাতরা) কিংবা বিটুমিন।

সারা বিশ্বে জাদুঘরগুলোর সবচেয়ে জনপ্রিয় ও প্রদর্শনযোগ্য জিনিস এই মমি, এমনকি মমি নিয়ে ব্যাপক ব্যবসাসফল সিনেমাও তৈরি হয়েছে।

'মমি' শুনলেই মনে পড়ে প্রাচীন মিশরীয় মানব অবশেষের কথা। কিন্তু সেই মমিগুলোকে এখন অন্য নামে ডাকছে ব্রিটেনের কিছু জাদুঘর।

সিএনএন ও ফার্স্টপোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, মমি না বলে এখন তারা মমিকৃত ব্যক্তি নাম ব্যবহার করছেন, যাতে করে বোঝানো যায় তারা একসময় আমাদের মতোই জীবিত মানুষ ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন