![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252Fa164aaf7-f105-4de4-9aa8-771ec7637e6c%252Fmessenger__pexels.jpeg%3Frect%3D0%252C64%252C6000%252C3150%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
মেসেঞ্জারের এনক্রিপশন বার্তায় ওয়েব ঠিকানা থাকলে সেটির তথ্যও দেখা যাবে
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:০৬
মেসেঞ্জার গ্রুপে আদান-প্রদান করা বার্তার নিরাপত্তায় আমরা অনেকেই এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে থাকি। তথ্য নিরাপদ থাকলেও এ পদ্ধতিতে বার্তার সঙ্গে থাকা ওয়েবসাইটের সংক্ষিপ্ত তথ্য (প্রিভিউ) অন্যরা দেখতে পারেন না।
ফলে ওয়েবসাইটে থাকা তথ্য সম্পর্কে আগাম কোনো ধারণা পাওয়া যায় না। এতে অনেকেই বিরক্ত হন। সমস্যা সমাধানে মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতি ব্যবহারকারীদের জন্য লিংকের প্রিভিউ দেখার সুযোগ চালু করেছে মেটা।