সাবিলা নূরের সঙ্গী হুইল চেয়ার আর সাহিত্যের কিছু বই! প্রতিদিন তিনি মাইলের পর মাইল এই হুইল চেয়ারে ফেরি করে বই! এলাকার সবার প্রিয় একজন মানুষ তিনি!
হয়তো সেজন্যই এলাকার চেয়ারম্যান তাকে খুব ভয় পায়, তার জনপ্রিয়তাকে ভয় পায়। এদিকে তার বই পড়ার আন্দোলনে একদিন সে পুরস্কার পায় থানা নির্বাহী অফিসারের কাছ থেকে। তখন চেয়ারম্যানও দ্বন্দ্ব ভুলে তার সঙ্গে কাজ করতে চায় মানুষের কল্যাণে! চেয়ারম্যান নিজেও সাবিলাকে সংবর্ধনা দিতে আয়োজন করে বিশেষ এক অনুষ্ঠানের!