You have reached your daily news limit

Please log in to continue


টাঙ্গাইলে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ

টাঙ্গাইলে ১০ দফা দাবিসহ দূর্নীতিবাজ, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, রাজবন্দিদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল কমানোর প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শহরের আদালত চত্ত্বর এলাকায় সমাবেশের আয়োজন করে দলটির জেলা শাখার নেতারা।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা এ সমাবেশে অংশ নেয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন