You have reached your daily news limit

Please log in to continue


হুইলচেয়ারে পায়েল, সঙ্গী সোমরাজ!

ভালবাসা কি শর্তসাপেক্ষ? না কি আজকের ব্যস্ত জীবনেও নিঃশর্ত ভালবাসার অস্তিত্ব আছে? এ রকমই কিছু প্রশ্নকে সামনে রেখে তাঁর নতুন ছবির প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক সায়ন বসু চৌধুরী। ‘ভোরের আলো’ শীর্ষক এই ছবির হাত ধরেই টলিপাড়ায় আবির্ভাব ঘটছে নতুন জুটির— পায়েল সরকার এবং সোমরাজ মাইতি। এর আগে ‘কাঁটায় কাঁটায়’ ওয়েব সিরিজ়ে পায়েল ও সোমরাজ একসঙ্গে কাজ করেছিলেন। তবে সেখানে তাঁরা জুটি ছিলেন না এবং সেই সিরিজ়ও মুক্তির অপেক্ষায়। কিন্তু জুটি হিসেবে তাঁদের আত্মপ্রকাশ এই প্রথম।

সম্প্রতি সায়নের তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘বোধন’ ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এই ছবি সম্বন্ধে বলছিলেন, ‘‘আসলে অনেক দিন ধরেই এই ছবির পরিকল্পনা করেছি। বলা যেতে পারে একটু ভিন্ন স্বাদের রোমান্টিক ছবি।’’ পরিচালকই গল্পে আলোকপাত করলেন। কৈশোরেই প্রেমে পড়ে অজয় ও রূপসা। ভাগ্যের ফেরে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে আংশিক পক্ষাঘাত আক্রান্ত হয় মেয়েটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন