![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/01/24/social/1674563677.0 copy.jpg)
সুইডেনকে ‘সন্ত্রাসীদের কাছেই’ নিরাপত্তা চাইতে বললেন এরদোগান
সুইডেনে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআর শরীফ পুড়িয়ে অবমাননার ঘটনায় গোটা মুসলিম বিশ্ব ফুঁসে উঠেছে। নিন্দা প্রকাশ করেছে ইউরোপ-আমেরিকা-আফ্রিকা-এশিয়ার মুসলিম দেশগুলো।
তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এ ঘটনায়। সুইডেনকে উদ্দেশ করে ‘সন্ত্রাসীদেরই যদি ভালো লাগে, তাদের কাছেই নিরাপত্তা চাইতে’ বলেছেন তিনি।