You have reached your daily news limit

Please log in to continue


সন্তানের অপেক্ষায় দিন গুনছেন? কতদিন লাগতে পারে জেনে নিন

গর্ভসঞ্চার হতে কার কতদিন সময় লাগবে, তার তেমন কোনও সহজ সরল হিসেব নেই৷ কিছু ভাগ্যবান আছেন, যাদের প্রথম চান্সে হয়ে যায়। নয়তো বয়স যথেষ্ট বেশি অথবা ওজন আকাশছোঁয়া, এছাড়াও অন্য কোনও সমস্যা আছে।

চিকিৎসকদের মতে, ফার্টাইল পিরিয়ডে সহবাস করলে শুক্রাণু হাতের কাছে তৈরি ডিম্বাণু পেয়ে যায়। এর ফলে সঙ্গে সঙ্গে গর্ভসঞ্চার হয়ে যায়। তাই সব ঠিকঠাক চললেও ৬-৭ দিন সময় লাগে কম করে৷ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত চিকিৎসকরা জানিয়েছেন, সব নিয়ম মেনে চললে অর্থাৎ কোনও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে নিয়মিত সহবাস করলে ১০০ জন মহিলার মধ্যে ৮৪ জনের এক বছরের মধ্যে গর্ভসঞ্চার হয়৷ তবে ৬ মাসের মধ্যে এবং এক বছর পর না হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি৷ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত চিকিৎসকেরা বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন ভিলেন হিসেবে৷ দেখে নিন সেইগুলি

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন