![](https://media.priyo.com/img/500x/https://eisamay.com/thumb/msid-97272842,imgsize-173718,width-700,height-525,resizemode-75/tandoori-pomfret-recipe-97272842.jpg)
চিকেন তো খেয়েছেন, তন্দুরি পমফ্রেট খেয়েছেন কখনও? রইল রেসিপি
eisamay.com
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:৩৪
২৩ তারিখ ছুটির রেশ কাটাতে না কাটতে আসছে ২৬ জনুয়ারি। বছরের এই ছুটিগুলোকে আরও স্পেশ্যাল করে তুলতে নানা রকমের এক্সপেরিমেন্ট করে থাকি। এখনকার লাইস্টাইলে তো সে রকমভাবে রান্না বা আড্ডা দেওয়া হয় না, ভরসা একমাত্র ছুটির দিনগুলি।
আমরা তো নানা রেস্তোরাঁ বা বিয়ে বাড়িতে চিকেন তন্দুরি খাই, তবে জানেন তো মাছের তন্দুরি খেতে কিন্তু বেশ লাগে। যদি না খেয়ে থাকেন তাহলে এবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি। নাম তন্দুরি পমফ্রেট। খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যেতে পার এই সু্স্বাদু পদটি। ভাবছেন কী ভাবে বানাবেন? আপনাদের জন্য রইল সেই রেসিপি।