ইনটেলের চেয়ারম্যান পদ ছাড়লের ওমর ইশরাক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:২৬
শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি ইনটেলের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওমর ইশরাক। তার স্থলাভিষিক্ত হয়েছেন কোম্পানির পর্ষদ পরিচালক ফ্রাংক ইয়ারি।
সিলিকন ভ্যালির কোনো শীর্ষ কোম্পানির নেতৃত্বে প্রথম বাংলাদেশী ইশরাক। তিনি ইনটেল চেয়ারম্যানের দায়িত্ব নেন ২০২০ সালের জানুয়ারিতে।
ইনটেল সিইও প্যাট গেলসিঙ্গার ওমর ইশরাকের বিদায় সম্পর্কে বলেন, “আমাকে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এ ছাড়া, পর্ষদ ও ব্যবস্থাপনা দলের মধ্যে কাজের একটি গতিশীল ব্যবস্থা তৈরিতেও তার ব্যপক ভূমিকা ছিল।”
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইন্টেল
- ইন্টেল চিপসেট
- পদত্যাগ
- ওমর ইশরাক