শরীরে কোনো ক্ষত হয়েছে? এই নিয়মগুলো মানুন
প্রথম আলো
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ১৫:০৫
শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা সার্জারি করা হলে যে ক্ষত তৈরি হয়, তা অনেক সময় জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। যাকে বলা হয় ক্ষতস্থানের সংক্রমণ। প্রাথমিক পর্যায়ে এ সংক্রমণ শুধু ক্ষতস্থানেই সীমাবদ্ধ থাকে। তবে প্রয়োজনীয় চিকিৎসা না নিলে তা সারা দেহে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
আঘাতের পরিমাণ সামান্য হলে ক্ষতস্থান প্রথমে পরিষ্কার পানি ও অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ধুয়ে ৪৮ ঘণ্টার জন্য ঢেকে রাখতে হবে। এরপর অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করতে হবে।
আঘাতের মাত্রা বেশি হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নেওয়ার আগে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন কি না, সেটা দেখে নেওয়া জরুরি। যেকোনো সার্জারির পর ক্ষতস্থানের পরিচর্যা কীভাবে করতে হবে, তা চিকিৎসক বা নার্সের কাছ থেকে ভালো মতো প্রশ্ন করে জেনে নিতে হবে।