কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেলোসির ডেস্কে পা রেখে ছবি তোলা সেই ব্যক্তি দোষী সাব্যস্ত

www.tbsnews.net প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল আক্রমণে জড়িত থাকায় দোষী সাব্যস্ত হয়েছেন রিচার্ড বার্নেট। শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির অফিস ডেস্কের ওপর তার পা রেখে তোলা একটি ছবি ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমজুড়ে। 


সোমবার (২৩ জানুয়ারি) তার বিরুদ্ধে আনা ৮ অভিযোগেই তাকে দোষী বলে ঘোষণা দেন বিচারকরা। সিভিল ডিসঅর্ডার এবং অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আগামী ৩ মে ওয়াশিংটন ডিসির আদালতে আরকানসাসের বাসিন্দা বার্নেটের বিরুদ্ধে রায় ঘোষিত হবে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।


যুক্তরাষ্ট্রে সর্বশেষ জাতীয় নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে এক নজিরবিহীন হামলা চালায়। এদিন সঙ্গে অস্ত্র নিয়ে পেলোসির ডেস্কের ওপর পা রেখে ছবি তুলেছিলেন বার্নেট; পরবর্তীতে সেই ছবি 'আক্রমণের প্রতীক' হিসেবে গণ্য হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও