You have reached your daily news limit

Please log in to continue


প্রত্যাখ্যানে প্রতিষ্ঠা!

অ্যাথলিটদের মধ্য থেকে বিশ্ব এ পর্যন্ত তিনজন বিলিয়নেয়ার পেয়েছে। তাদের অন্যতম হলেন মাইকেল জর্ডান। গোটা দুনিয়ার বাস্কেটবল খেলোয়াড়দের কাছে তিনি আদর্শ। অথচ এ মানুষটির ক্যারিয়ারের সূচনা মোটেই ইতিবাচক ছিল না। বলা হয়েছিল তার উচ্চতা ওই খেলায় সফল হওয়ার জন্য যথেষ্ট নয়! ফলে খ্যাতিমান কোচরা তাকে দলে নেয়নি। এ প্রত্যাখ্যানে তিনি হতোদ্যম হননি বরং সেটাকে শক্তিতে পরিণত করেছেন। সেটা কেমন? গুগলকে জিজ্ঞাসা করুন— সর্বকালের শ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড়ের নাম কী, জবাব পেয়ে যাবেন।

বিশ্বে ধনীদের তালিকার ওপরের দিকে থাকা জেফ বেজোস ১৯৯৫ সালে তার বিজনেস আইডিয়া নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছিলেন। সম্ভাব্য বিনিয়োগকারীদের অনেকেই সবিস্ময়ে জানতে চেয়েছিল—ইন্টারনেট জিনিসটা কী? বর্তমানে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের মালিককে প্রাথমিক ফান্ড জোগাড় করতে অন্তত ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিজনেস প্ল্যান উপস্থাপন করতে হয়েছিল। একপর্যায়ে ২২ জন সম্মত হয়েছিল। তারাও সবাই মিলে দিয়েছিল মাত্র ‘১ মিলিয়ন’ ডলার! সেদিন তিনি প্রত্যাখ্যানে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিলে অ্যামাজনের ধারণাটি অংকুরেই বিনষ্ট হতো, তাই না?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন