যুক্তরাজ্যে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা গ্রেপ্তার
প্রায় দুই হাজার কুর্দি অভিবাসীকে অবৈধভাবে ইউরোপ ও যুক্তরাজ্যে পাচারকারী চক্রের হোতা তারিক নামিককে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।
ব্রিটিশ ক্রাইম এজেন্সি (এনসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ইস্তাম্বুল থেকে একটি ফ্লাইটে ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে (ইংল্যান্ডের উত্তরে) পৌঁছানোর পর স্থানীয় সময় গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেপাজতে নেওয়া হয়েছে।
মানবপাচারের অভিযোগে গত ডিসেম্বরে ৮ বছরের সাজা দেওয়া হয় আন্তর্জাতিক পাচারচক্রের এই হোতাকে। তবে যুক্তরাজ্যের আদালতে সাজাপ্রাপ্ত ৪৫ বছর বয়সী এই আসামি পালিয়ে বেড়াচ্ছিলেন।