‘কবর’ থেকে ‘রাজনেত্র’, আরণ্যকের বিচিত্র পথচলা

প্রথম আলো প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ১০:২৪

মগবাজারের আহমেদ পরিবার গলির মাথায় একটি পাঁচতলা ভবন। তৃতীয় তলায় আরণ্যক নাট্যদলের মহড়াকক্ষ। রোববার সন্ধ্যায় দেখা গেল ভেতরে বেশ একটা সাজ সাজ রব। ব্যস্ত আরণ্যকের নবীন-প্রবীণ শিল্পীরা। মহড়াকক্ষে শিল্পীদের আসা-যাওয়া নিয়মিত ঘটনা হলেও এবারের কারণটা ভিন্ন। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের সমাপনী উৎসবের প্রস্তুতি নিচ্ছেন তারা। আয়োজন করেছে আট দিনের নাট্যোৎসব।


২৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব আরণ্যকের নতুন-পুরোনো ৯টি নাটক মঞ্চস্থ হবে। সঙ্গে থাকছে সেমিনার, যন্ত্রসংগীত, প্রকাশনা উৎসবসহ নানা আয়োজন। যেখানে নবীন ও বর্তমানের নিয়মিত সদস্যদের পাশাপাশি যোগ দেবেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, তমালিকা কর্মকারের মতো তারকা শিল্পীরা। উৎসবের নাটকে অভিনয় করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন তমালিকা কর্মকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও