ন্যাটোতে যোগদান: তুরস্কের সমর্থন পাবে না সুইডেন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সুইডেনের আশা করা উচিত নয় যে, ন্যাটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে তুরস্ক তাকে সমর্থন দেবে।
স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রীসভার এক বৈঠকে এরদোয়ান এ কথা বলেন।
তিনি বলেছেন, ন্যাটোর জন্য সুইডেন যেন আমাদের সমর্থন প্রত্যাশা না করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে গত শনিবার বিক্ষোভ করে কিছু উগ্রবাদী। সেখানে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, এটি পরিষ্কার যে, যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এ ধরনের জঘন্য কাজ করতে পারে, তারা আমাদের কাছ থেকে কোনো সহায়তা পাবে না।
তিনি আরও বলেছেন, আপনারা সন্ত্রাসীদের আমাদের দূতাবাসের সামনে যা খুশি তা করতে দেবেন, এরপর ন্যাটোতে আমাদের সমর্থন প্রত্যাশা করবেন। তা হবে না।