বেনাপোল সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বাংলা নিউজ ২৪ বেনাপোল, যশোর প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ০৮:৩৫

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


সোমবার (২৩ জানুয়ারি) রাত দেড়টার সময় বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, রাত দেড়টার সময় সীমান্তের সাদিপুর রোডে টহলে গেলে কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে থামতে বলা হয়। এ সময় তারা না থেমে দৌড়ে পালিয়ে যায়। এবং সেখানে তাদের ফেলে যাওয়া একটি ছোট পোটলা উদ্ধার করা হয়। যার মধ্যে থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৫ লাখ টাকা। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও